Monday, May 30, 2016

পথিক মেঘের দল জোটে ওই শ্রাবণগগন অঙ্গনে ।

পথিক মেঘের দল জোটে ওই শ্রাবণগগন-অঙ্গনে।
শোন্ শোন্ রে, মন রে আমার,
উধাও হয়ে নিরুদ্দেশের সঙ্গ নে॥
দিক্-হারানো দুঃসাহসে   সকল বাঁধন পড়ুক খসে,
কিসের বাধা ঘরের কোণের শাসনসীমা-
লঙ্ঘনে॥
বেদনা তোর বিজুলশিখা জ্বলুক অন্তরে।
সর্বনাশের করিস সাধন বজ্রমন্তরে।
অজানাতে করবি গাহন,
ঝড় সে পথের হবে বাহন--
শেষ করে দিস আপনারে তুই প্রলয়
রাতের ক্রন্দনে॥
-
রাগ: বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৫ আষাঢ়, ১৩৩০
রচনাকাল (খৃষ্টাব্দ): ১০ জুলাই, ১৯২৩
রচনাস্থান: শান্তিনিকেতন

পথিক মেঘের দল জোটে ওই শ্রাবণগগন অঙ্গনে ।

পথিক মেঘের দল জোটে ওই শ্রাবণগগন-অঙ্গনে।
শোন্ শোন্ রে, মন রে আমার,
উধাও হয়ে নিরুদ্দেশের সঙ্গ নে॥
দিক্-হারানো দুঃসাহসে   সকল বাঁধন পড়ুক খসে,
কিসের বাধা ঘরের কোণের শাসনসীমা-
লঙ্ঘনে॥
বেদনা তোর বিজুলশিখা জ্বলুক অন্তরে।
সর্বনাশের করিস সাধন বজ্রমন্তরে।
অজানাতে করবি গাহন,
ঝড় সে পথের হবে বাহন--
শেষ করে দিস আপনারে তুই প্রলয়
রাতের ক্রন্দনে॥
-
রাগ: বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৫ আষাঢ়, ১৩৩০
রচনাকাল (খৃষ্টাব্দ): ১০ জুলাই, ১৯২৩
রচনাস্থান: শান্তিনিকেতন

বজ্রমানিক দিয়ে গাঁথা আষাঢ় তোমার মালা ।

বজ্রমানিক দিয়ে গাঁথা, আষাঢ় তোমার মালা।
তোমার শ্যামল শোভার বুকে বিদ্যুতেরই জ্বালা ॥
তোমার মন্ত্রবলে পাষাণ গলে, ফসল ফলে--
মরু বহে আনে তোমার পায়ে ফুলের ডালা ॥
মরোমরো পাতায় পাতায়   ঝরোঝরো বারির রবে
গুরুগুরু মেঘের মাদল বাজে তোমার কী উৎসবে।
সবুজ সুধার ধারায়   প্রাণ এনে দাও তপ্ত ধারায়,
বামে রাখ ভয়ঙ্করী বন্যা মরণ-ঢালা ॥
-
রাগ: ঝিঁঝিট-বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1332
রচনাকাল (খৃষ্টাব্দ): 1925

পথিক মেঘের দল জোটে ওই শ্রাবণগগন অঙ্গনে ।

পথিক মেঘের দল জোটে ওই শ্রাবণগগন-অঙ্গনে।
শোন্ শোন্ রে, মন রে আমার,
উধাও হয়ে নিরুদ্দেশের সঙ্গ নে॥
দিক্-হারানো দুঃসাহসে   সকল বাঁধন পড়ুক খসে,
কিসের বাধা ঘরের কোণের শাসনসীমা-
লঙ্ঘনে॥
বেদনা তোর বিজুলশিখা জ্বলুক অন্তরে।
সর্বনাশের করিস সাধন বজ্রমন্তরে।
অজানাতে করবি গাহন,
ঝড় সে পথের হবে বাহন--
শেষ করে দিস আপনারে তুই প্রলয়
রাতের ক্রন্দনে॥
-
রাগ: বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৫ আষাঢ়, ১৩৩০
রচনাকাল (খৃষ্টাব্দ): ১০ জুলাই, ১৯২৩
রচনাস্থান: শান্তিনিকেতন

নীল অঞ্জনঘন পুঞ্জছায়ায় সম্বৃত অম্বর হে গম্ভীর

নীল-   অঞ্জনঘন পুঞ্জছায়ায় সম্বৃত অম্বর হে
গম্ভীর!
          বনলক্ষ্মীর কম্পিত কায়,
চঞ্চল অন্তর--
ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জীর   হে গম্ভীর॥
বর্ষণগীত হল মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে,
কদম্ববন গভীর মগন আনন্দঘন গন্ধে--
নন্দিত তব উৎসবমন্দির   হে গম্ভীর॥
দহনশয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার্তা,
পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃতবারির
বার্তা।
          মাটির কঠিন বাধা হল ক্ষীণ,
দিকে দিকে হল দীর্ণ--
নব অঙ্কুর-জয়পতাকায় ধরাতল সমাকীর্ণ--
ছিন্ন হয়েছে বন্ধন বন্দীর   হে গম্ভীর॥
-
রাগ: মেঘমল্লার
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৬ শ্রাবণ, ১৩৩৬
রচনাকাল (খৃষ্টাব্দ): ১১ অগাস্ট, ১৯২৯
রচনাস্থান: শ্রীনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

কোন পুরাতন প্রাণের টানে ছুটেছে মন মাটির পানে ॥

কোন্ পুরাতন প্রাণের টানে
ছুটেছে মন মাটির পানে॥
চোখ ডুবে যায় নবীন ঘাসে,   ভাবনা ভাসে পুব-
বাতাসে--
মল্লারগান প্লাবন জাগায় মনের মধ্যে শ্রাবণ-
গানে॥
          লাগল যে দোল বনের মাঝে
অঙ্গে সে মোর দেয় দোলা যে।
যে বাণী ওই ধানের ক্ষেতে আকুল হল অঙ্কুরেতে
আজ এই মেঘের শ্যামল মায়ায়
সেই বাণী মোর সুরে আনে॥
-
রাগ: ইমনকল্যাণ
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৩ শ্রাবণ, ১৩৩৬
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৯ জুলাই, ১৯২৯
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে ক্ষণে ক্ষণে

আজ শ্রাবণের আমন্ত্রণে
দুয়ার কাঁপে ক্ষণে ক্ষণে,
ঘরের বাঁধন যায় বুঝি আজ টুটে॥
ধরিত্রী তাঁর অঙ্গনেতে    নাচের তালে
ওঠেন মেতে,
          চঞ্চল তাঁর অঞ্চল যায় লুটে
প্রথম যুগের বচন শুনি মনে
নবশ্যামল প্রাণের নিকেতনে।
পুব-হাওয়া ধায় আকাশতলে,
তার সাথে মোর ভাবনা চলে
          কালহারা কোন্ কালের পানে ছুটে॥
-
রাগ: মল্লার
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): শ্রাবণ, ১৩৩৬
রচনাকাল (খৃষ্টাব্দ): 1929
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে ক্ষণে ক্ষণে

আজ শ্রাবণের আমন্ত্রণে
দুয়ার কাঁপে ক্ষণে ক্ষণে,
ঘরের বাঁধন যায় বুঝি আজ টুটে॥
ধরিত্রী তাঁর অঙ্গনেতে    নাচের তালে
ওঠেন মেতে,
          চঞ্চল তাঁর অঞ্চল যায় লুটে
প্রথম যুগের বচন শুনি মনে
নবশ্যামল প্রাণের নিকেতনে।
পুব-হাওয়া ধায় আকাশতলে,
তার সাথে মোর ভাবনা চলে
          কালহারা কোন্ কালের পানে ছুটে॥
-
রাগ: মল্লার
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): শ্রাবণ, ১৩৩৬
রচনাকাল (খৃষ্টাব্দ): 1929
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

শ্যামল ছায়া নাইবা গেলে শেষ বরষার ধারা ঢেলে ॥

শ্যামল ছায়া, নাইবা গেলে
শেষ বরষার ধারা ঢেলে॥
সময় যদি ফুরিয়ে থাকে-- 
হেসে বিদায় করো তাকে,
এবার নাহয় কাটুক বেলা অসময়ের
খেলা খেলে॥
মলিন, তোমার মিলাবে লাজ--
শরৎ এসে পরাবে সাজ।
নবীন রবি উঠবে হাসি,
বাজাবে মেঘ সোনার বাঁশি--
কালোয় আলোয় যুগলরূপে শূন্যে দেবে মিলন মেলে॥
-
রাগ: ভৈরবী
তাল: ষষ্ঠী
রচনাকাল (বঙ্গাব্দ): ভাদ্র, ১৩৩২
রচনাকাল (খৃষ্টাব্দ): 1925

ভেবেছিলেম আসবে ফিরে তাই ফাগুনশেষে দিলেম বিদায় ।

ভেবেছিলেম আসবে ফিরে,
তাই    ফাগুনশেষে দিলেম বিদায়।
তুমি    গেলে ভাসি নয়ননীরে
এখন    শ্রাবণদিনে মরি দ্বিধায়॥
এখন    বাদল-সাঁঝের অন্ধকারে আপনি কাঁদাই
আপনারে,
একা    ঝরো ঝরো বারিধারে ভাবি কী ডাকে
ফিরাব তোমায়॥
যখন থাক আঁখির কাছে
তখন দেখি ভিতর বাহির সব ভরে আছে।
সেই ভরা দিনের ভরসাতে চাই বিরহের ভয়
ঘোচাতে,
তবু          তোমা-হারা বিজন রাতে
কেবল  হারাই-হারাই বাজে হিয়ায়॥
-
রাগ: কাফি
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): আষাঢ়, ১৩৩০
রচনাকাল (খৃষ্টাব্দ): 1923
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

যেতে দাও যেতে দাও গেল যারা ।

যেতে দাও   যেতে দাও গেল যারা।
তুমি যেয়ো না, তুমি যেয়ো না,
আমার বাদলের গান হয় নি সারা ॥
কুটিরে কুটিরে বন্ধ দ্বার, নিভৃত রজনী অন্ধকার,
বনের অঞ্চল কাঁপে চঞ্চল--
অধীর সমীর তন্দ্রাহারা ॥
দীপ নিবেছে নিবুক নাকো,
আঁধারে তব পরশ রাখো।
বাজুক কাঁকন তোমার হাতে আমার
গানের তালের সাথে,
    যেমন নদীর ছলোছলো জলে ঝরে
ঝরোঝরো শ্রাবণধারা ॥
-
রাগ: পিলু
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1332
রচনাকাল (খৃষ্টাব্দ): 1925
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

ও আষাঢ়ের পূর্ণিমা আমার আজি রইলে আড়ালে --

ও আষাঢ়ের পূর্ণিমা আমার, আজি রইলে আড়ালে--
স্বপনের আবরণে লুকিয়ে দাঁড়ালে॥
আপনারই মনে জানি না একেলা হৃদয়-আঙিনায় করিছ কী খেলা--
তুমি আপনায় খুঁজিয়া ফেরো কি তুমি
আপনায় হারালে॥
          একি মনে রাখা  একি     ভুলে যাওয়া।
একি স্রোতে ভাসা,
একি কূলে যাওয়া।
কভুবা নয়নে কভুবা পরানে কর লুকোচুরি
কেন যে কে জানে।
কভুবা ছায়ায় কভুবা আলোয় কোন্
দোলায় যে নাড়ালে॥
-
রাগ: পিলু-খাম্বাজ
তাল: ষষ্ঠী
রচনাকাল (বঙ্গাব্দ): 1332
রচনাকাল (খৃষ্টাব্দ): 1925

আজি ওই আকাশ পরে সুধায় ভরে আষাঢ় মেঘের ফাঁক ।

আজি ওই আকাশ-'পরে সুধায় ভরে আষাঢ়-মেঘের ফাঁক।
হৃদয়-মাঝে মধুর বাজে কী উৎসবের শাঁখ॥
একি হাসির বাঁশির তান,
একি চোখের জলের গান--
পাই নে দিশে কে জানি সে দিল
আমায় ডাক॥
আমায় নিরুদ্দেশের পানে কেমন করে টানে
এমন করুণ গানে।
ওই   পথের পারের আলো আমার   লাগল চোখে
ভালো,
          গগনপারে দেখি তারে সুদূর নির্বাক্॥
-
রাগ: ভৈরবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1332
রচনাকাল (খৃষ্টাব্দ): 1925

আহ্বান আসিল মহোৎসবে অম্বরে গম্ভীর ভেরিরবে ॥

আহ্বান আসিল মহোৎসবে
অম্বরে গম্ভীর ভেরিরবে॥
পূর্ববায়ু চলে ডেকে শ্যামলের অভিষেকে--
অরণ্যে অরণ্যে নৃত্য হবে॥
নির্ঝরকল্লোল-কলকলে
ধরণীর আনন্দ উচ্ছলে।
শ্রাবণের বীণাপাণি মিলালো বর্ষণবাণী
কদম্বের পল্লবে পল্লবে॥
-
রাগ: মল্লার
তাল: খেমটা-ষষ্ঠী
রচনাকাল (বঙ্গাব্দ): ১০ শ্রাবণ, ১৩৩৬
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৬ জুলাই, ১৯২৯
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

শ্যামল ছায়া নাইবা গেলে শেষ বরষার ধারা ঢেলে ॥

শ্যামল ছায়া, নাইবা গেলে
শেষ বরষার ধারা ঢেলে॥
সময় যদি ফুরিয়ে থাকে-- 
হেসে বিদায় করো তাকে,
এবার নাহয় কাটুক বেলা অসময়ের
খেলা খেলে॥
মলিন, তোমার মিলাবে লাজ--
শরৎ এসে পরাবে সাজ।
নবীন রবি উঠবে হাসি,
বাজাবে মেঘ সোনার বাঁশি--
কালোয় আলোয় যুগলরূপে শূন্যে দেবে মিলন মেলে॥
-
রাগ: ভৈরবী
তাল: ষষ্ঠী
রচনাকাল (বঙ্গাব্দ): ভাদ্র, ১৩৩২
রচনাকাল (খৃষ্টাব্দ): 1925

ও আষাঢ়ের পূর্ণিমা আমার আজি রইলে আড়ালে --

ও আষাঢ়ের পূর্ণিমা আমার, আজি রইলে আড়ালে--
স্বপনের আবরণে লুকিয়ে দাঁড়ালে॥
আপনারই মনে জানি না একেলা হৃদয়-আঙিনায় করিছ কী খেলা--
তুমি আপনায় খুঁজিয়া ফেরো কি তুমি
আপনায় হারালে॥
          একি মনে রাখা  একি     ভুলে যাওয়া।
একি স্রোতে ভাসা,
একি কূলে যাওয়া।
কভুবা নয়নে কভুবা পরানে কর লুকোচুরি
কেন যে কে জানে।
কভুবা ছায়ায় কভুবা আলোয় কোন্
দোলায় যে নাড়ালে॥
-
রাগ: পিলু-খাম্বাজ
তাল: ষষ্ঠী
রচনাকাল (বঙ্গাব্দ): 1332
রচনাকাল (খৃষ্টাব্দ): 1925

আজি ওই আকাশ পরে সুধায় ভরে আষাঢ় মেঘের ফাঁক ।

আজি ওই আকাশ-'পরে সুধায় ভরে আষাঢ়-মেঘের ফাঁক।
হৃদয়-মাঝে মধুর বাজে কী উৎসবের শাঁখ॥
একি হাসির বাঁশির তান,
একি চোখের জলের গান--
পাই নে দিশে কে জানি সে দিল
আমায় ডাক॥
আমায় নিরুদ্দেশের পানে কেমন করে টানে
এমন করুণ গানে।
ওই   পথের পারের আলো আমার   লাগল চোখে
ভালো,
          গগনপারে দেখি তারে সুদূর নির্বাক্॥
-
রাগ: ভৈরবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1332
রচনাকাল (খৃষ্টাব্দ): 1925

ভেবেছিলেম আসবে ফিরে তাই ফাগুনশেষে দিলেম বিদায় ।

ভেবেছিলেম আসবে ফিরে,
তাই    ফাগুনশেষে দিলেম বিদায়।
তুমি    গেলে ভাসি নয়ননীরে
এখন    শ্রাবণদিনে মরি দ্বিধায়॥
এখন    বাদল-সাঁঝের অন্ধকারে আপনি কাঁদাই
আপনারে,
একা    ঝরো ঝরো বারিধারে ভাবি কী ডাকে
ফিরাব তোমায়॥
যখন থাক আঁখির কাছে
তখন দেখি ভিতর বাহির সব ভরে আছে।
সেই ভরা দিনের ভরসাতে চাই বিরহের ভয়
ঘোচাতে,
তবু          তোমা-হারা বিজন রাতে
কেবল  হারাই-হারাই বাজে হিয়ায়॥
-
রাগ: কাফি
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): আষাঢ়, ১৩৩০
রচনাকাল (খৃষ্টাব্দ): 1923
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

গহন রাতে শ্রাবণধারা পড়িছে ঝরে

গহন রাতে শ্রাবণধারা পড়িছে ঝরে,
কেন গো মিছে জাগাবে ওরে॥
এখনো দুটি আঁখির কোণে যায় যে দেখা
জলের রেখা,
না-বলা বাণী রয়েছে যেন অধর ভরে॥
নাহয় যেয়ো গুঞ্জরিয়া বীণার তারে
মনের কথা শয়নদ্বারে।
নাহয় রেখো মালতীকলি শিথিল কেশে
নীরবে এসে,
নাহয় রাখী পরায়ে যেয়ো ফুলের ডোরে।
কেন গো মিছে জাগাবে ওরে॥
-
রাগ: দেশ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1332
রচনাকাল (খৃষ্টাব্দ): 1925

আজ কিছুতেই যায় না মনের ভার

আজ কিছুতেই যায় না মনের ভার,
দিনের আকাশ মেঘে অন্ধকার-- হায় রে॥
মনে ছিল আসবে বুঝি,
আমায় সে কি পায় নি খুঁজি--
না-বলা তার কথাখানি জাগায় হাহাকার॥
সজল হাওয়ায় বারে বারে
সারা আকাশ ডাকে তারে।
বাদল-দিনের দীর্ঘশ্বাসে জানায় আমায়
ফিরবে না সে--
বুক ভরে সে নিয়ে গেল বিফল অভিসার॥
-
রাগ: পিলু-মূলতান
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): আষাঢ়, ১৩৩১
রচনাকাল (খৃষ্টাব্দ): 1924

শ্রাবণ বরিষন পার হয়ে কী বাণী আসে ওই রয়ে রয়ে ।

শ্রাবণবরিষন পার হয়ে কী বাণী
আসে ওই রয়ে রয়ে।
গোপন কেতকীর পরিমলে,
সিক্ত বকুলের বনতলে,
দূরের আঁখিজল বয়ে বয়ে কী বাণী
আসে ওই রয়ে রয়ে॥
কবির হিয়াতলে ঘুরে ঘুরে আঁচল
ভরে লয় সুরে সুরে।
বিজনে বিরহীর কানে কানে
সজল মল্লার-গানে-গানে
          কাহার নামখানি কয়ে কয়ে
কী বাণী আসে ওই রয়ে রয়ে॥
-
রাগ: বেহাগ
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): শ্রাবণ, ১৩৩১
রচনাকাল (খৃষ্টাব্দ): 1924
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

এই শ্রাবণ বেলা বাদল ঝরা যূথীবনের গন্ধে ভরা ॥

এই শ্রাবণ-বেলা বাদল-ঝরা যূথীবনের
গন্ধে ভরা ॥
কোন্ ভোলা দিনের বিরহিনী,
যেন তারে চিনি চিনি--
ঘন বনের কোণে কোণে ফেরে ছায়ার-ঘোমটা-পরা ॥
কেন বিজন বাটের পানে তাকিয়ে আছি
কে তা জানে।
হঠাৎ কখন অজানা সে আসবে আমার দ্বারের পাশে,
বাদল-সাঁঝের আঁধার-মাঝে গান গাবে
প্রাণ-পাগল করা ॥
-
রাগ: দেশ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): আষাঢ়, ১৩৩০
রচনাকাল (খৃষ্টাব্দ): 1923
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

ছায়া ঘনাইছে বনে বনে গগনে গগনে ডাকে দেয়া ।

ছায়া ঘনাইছে বনে বনে,
গগনে গগনে ডাকে দেয়া।
কবে নবঘন-বরিষনে গোপনে গোপনে এলি কেয়া ॥
পুরবে নীরব ইশারাতে একদা নিদ্রাহীন
রাতে
          হাওয়াতে কী পথে দিলি খেয়া--
আষাঢ়ের খেয়ালের কোন্ খেয়া ॥
যে মধু হৃদয়ে ছিল মাখা কাঁটাতে কী
ভয়ে দিলি ঢাকা।
বুঝি এলি যার অভিসারে মনে মনে
দেখা হল তারে,
          আড়ালে আড়ালে দেয়া-নেয়া--
আপনায় লুকায়ে দেয়া-নেয়া ॥
-
রাগ: পিলু
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): আষাঢ়, ১৩৩০
রচনাকাল (খৃষ্টাব্দ): 1923
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

আষাঢ় কোথা হতে আজ পেলি ছাড়া ।

আষাঢ়, কোথা হতে আজ পেলি ছাড়া।
মাঠের শেষে শ্যামল বেশে ক্ষণেক দাঁড়া ॥
জয়ধ্বজা ওই-যে তোমার গগন জুড়ে।
পুব হতে কোন্ পশ্চিমেতে যায় রে উড়ে,
নাচের নেশা লাগল তালের পাতায় পাতায়,
হাওয়ার দোলায় দোলায় শালের বনকে মাতায়।
আকাশ হতে আকাশে কার ছুটোছুটি,
বনে বনে মেঘের ছায়ায় লুটোপুটি--
ভরা নদীর ঢেউয়ে ঢেউয়ে কে দেয় নাড়া ॥
-
রাগ: মিশ্র মেঘমল্লার
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): আষাঢ়, ১৩৩০
রচনাকাল (খৃষ্টাব্দ): 1923
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

কদম্বেরই কানন ঘেরি আষাঢ় মেঘের ছায়া খেলে

কদম্বেরই কানন ঘেরি আষাঢ়মেঘের ছায়া খেলে,
পিয়ালগুলি নাটের ঠাটে হাওয়ায় হেলে॥
বরষনের পরশনে   শিহর লাগে বনে বনে,
বিরহী এই মন যে আমার সুদূর-পানে পাখা
মেলে॥
আকাশপথে বলাকা ধায় কোন্ সে অকারণের বেগে,
পুব হাওয়াতে ঢেউ খেলে যায় ডানার গানের তুফান
লেগে।
ঝিল্লিমুখর বাদল-সাঁঝে কে দেখা দেয় হৃদয়-
মাঝে,
স্বপনরূপে চুপে চুপে ব্যথায় আমার চরণ ফেলে॥
-
রাগ: ইমনকল্যাণ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): আষাঢ়, ১৩৩০
রচনাকাল (খৃষ্টাব্দ): 1923
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

আকাশতলে দলে দলে মেঘ যে ডেকে যায় আয় আয় আয় ॥

আকাশতলে দলে দলে মেঘ যে ডেকে যায়
'আ য় আ য়   আ য়'॥
জামের বনে আমের বনে রব উঠেছে তাই--
'যা ই যা ই যা ই।
উড়ে যাওয়ার সাধ জাগে তার পুলক-ভরা ডালে
পাতায় পাতায়॥
নদীর ধারে বারে বারে মেঘ যে ডেকে যায়--
'আ য় আ য়   আ য়'।
কাশের বনে ক্ষণে ক্ষণে রব উঠেছে তাই--
'যা ই যা ই যা ই'।
মেঘের গানে তরীগুলি তান মিলিয়ে চলে
পাল-তোলা পাখায়॥
-
রাগ: কেদারা
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৪ আষাঢ়, ১৩৩০
রচনাকাল (খৃষ্টাব্দ): ৯ জুলাই, ১৯২৩
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Thursday, May 26, 2016

তিমির অবগুণ্ঠনে বদন তব ঢাকি কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী ॥

তিমির-অবগুণ্ঠনে বদন তব ঢাকি
কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী॥
আজি সঘন শর্বরী, মেঘমগন তারা,
নদীর জলে ঝর্ঝরি ঝরিছে জলধারা,
তমালবন মর্মরি পবন চলে হাঁকি॥
যে কথা মম অন্তরে আনিছ তুমি টানি
জানি না কোন্ মন্তরে তাহারে দিব বাণী।
রয়েছি বাঁধা বন্ধনে, ছিঁড়িব, যাব বাটে--
যেন এ বৃথা ক্রন্দনে এ নিশি নাহি কাটে।
কঠিন বাধা-লঙ্ঘনে দিব না আমি ফাঁকি॥
-
রাগ: হাম্বীর
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৩ ভাদ্র, ১৩২৮
রচনাকাল (খৃষ্টাব্দ): 1921
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

ওগো আমার শ্রাবণ মেঘের খেয়া তরীর মাঝি

ওগো আমার শ্রাবণমেঘের খেয়াতরীর মাঝি,
অশ্রুভরা পূরব হাওয়ায় পাল তুলে দাও আজি॥
উদাস হৃদয় তাকায়ে রয়, বোঝা তাহার নয় ভারী নয়,
পুলক-লাগা এই কদম্বের একটি কেবল সাজি॥
ভোরবেলা যে খেলার সাথি ছিল আমার কাছে,
মনে ভাবি, তার ঠিকানা তোমার জানা আছে।
তাই তোমারি সারিগানে সেই আঁখি তার মনে আনে,
আকাশ-ভরা বেদনাতে রোদন উঠে বাজি॥
-
রাগ: পিলু
তাল: দাদরা-খেমটা
রচনাকাল (বঙ্গাব্দ): ১১ ভাদ্র, ১৩২৮
রচনাকাল (খৃষ্টাব্দ): 1921
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

বাদল মেঘে মাদল বাজে গুরুগুরু গগন মাঝে ॥

বাদল-মেঘে মাদল বাজে গুরুগুরু গগন-মাঝে॥
তারি গভীর রোলে    আমার হৃদয় দোলে,
আপন সুরে আপনি ভোলে॥
কোথায় ছিল গহন প্রাণেগোপন ব্যথা গোপন গানে--
আজি সজল বায়ে    শ্যামল বনের ছায়ে
ছড়িয়ে গেল সকলখানে গানে গানে॥
-
রাগ: দেশ-পিলু
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১০ ভাদ্র, ১৩২৮
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৬ অগাস্ট, ১৯২১
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

আমার দিন ফুরালো ব্যাকুল বাদল সাঁঝে গহন মেঘের নিবিড় ধারার মাঝে ॥

আমার  দিন ফুরালো ব্যাকুল বাদলসাঁঝে
গহন মেঘের নিবিড় ধারার মাঝে॥
বনের ছায়ায় জলছলছল সুরে
হৃদয় আমার কানায় কানায় পূরে।
খনে খনে ওই গুরুগুরু তালে তালে
গগনে গগনে গভীর মৃদঙ বাজে॥
কোন্        দূরের মানুষ যেন এল আজ কাছে,
তিমির-আড়ালে নীরবে দাঁড়ায়ে আছে।
বুকে দোলে তার বিরহব্যথার মালা
গোপন-মিলন-অমৃতগন্ধ-ঢালা।
মনে হয় তার চরণের ধ্বনি জানি--
হার মানি তার অজানা জনের সাজে॥
-
রাগ: দেশ-মল্লার
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1326
রচনাকাল (খৃষ্টাব্দ): 1919

কাঁপিছে দেহলতা থরথর চোখের জলে আঁখি ভরভর ॥

কাঁপিছে দেহলতা থরথর,
চোখের জলে আঁখি ভরভর॥
দোদুল তমালেরই বনছায়া তোমারি নীল বাসে নিল কায়া,
বাদল-নিশীথেরই ঝরঝর
তোমারি আঁখি-'পরে ভরভর॥
যে কথা ছিল তব মনে মনে
চমকে অধরের কোণে কোণে।
নীরব হিয়া তব দিল ভরি কী মায়া স্বপনে যে, মরি মরি,
আঁধার কাননের মরমর
বাদল-নিশীথের ঝরঝর॥
-
রাগ: দেশ
তাল: একাদশী
রচনাকাল (বঙ্গাব্দ): 1324
রচনাকাল (খৃষ্টাব্দ): 1917
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

আজ বারি ঝরে ঝরঝর ভরা বাদরে

আজ বারি ঝরে ঝরঝর ভরা বাদরে,
আকাশ-ভাঙা আকুল ধারা কোথাও না ধরে॥
শালের বনে থেকে থেকে ঝড় দোলা দেয় হেঁকে হেঁকে,
জল ছুটে যায় এঁকে বেঁকে মাঠের 'পরে।
আজ    মেঘের জটা উড়িয়ে দিয়ে নৃত্য কে করে॥
ওরে    বৃষ্টিতে মোর ছুটেছে মন, লুটেছে এই ঝড়ে--
বুক ছাপিয়ে তরঙ্গ মোর কাহার পায়ে পড়ে।
অন্তরে আজ কী কলরোল,   দ্বারে দ্বারে ভাঙল আগল--
হৃদয়-মাঝে জাগল পাগল আজি ভাদরে।
আজ এমন ক'রে কে মেতেছে বাহিরে ঘরে॥
-
রাগ: ইমন
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৪ ভাদ্র, ১৩১৬
রচনাকাল (খৃষ্টাব্দ): 1909
রচনাস্থান: বোলপুর
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

আষাঢ়সন্ধ্যা ঘনিয়ে এল গেল রে দিন বয়ে

আষাঢ়সন্ধ্যা ঘনিয়ে এল, গেল রে দিন বয়ে।
বাঁধন-হারা বৃষ্টিধারা ঝরছে রয়ে রয়ে॥
একলা বসে ঘরের কোণে    কী ভাবি যে আপন-মনে,
সজল হাওয়া যূথীর বনে    কী কথা যায় কয়ে॥
হৃদয়ে আজ ঢেউ দিয়েছে, খুঁজে না পাই কূল;
সৌরভে প্রাণ কাঁদিয়ে তোলে ভিজে বনের ফুল।
আঁধার রাতে প্রহরগুলি    কোন্ সুরে আজ ভরিয়ে তুলি,
কোন্ ভুলে আজ সকল ভুলি    আছি আকুল হয়ে॥
-
রাগ: ইমন
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৯ আষাঢ়, ১৩১৬
রচনাকাল (খৃষ্টাব্দ): 1909
রচনাস্থান: শিলাইদহ
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী,
দিনেন্দ্রনাথ ঠাকুর

মেঘের পরে মেঘ জমেছে আঁধার করে আসে

মেঘের 'পরে মেঘ জমেছে, আঁধার করে আসে।
আমায় কেন বসিয়ে রাখ একা দ্বারের পাশে।
কাজের দিনে নানা কাজে    থাকি নানা লোকের মাঝে,
আজ আমি যে বসে আছি তোমারি আশ্বাসে॥
তুমি যদি না দেখা দাও, কর আমায় হেলা,
কেমন করে কাটে আমার এমন বাদল-বেলা।
দূরের পানে মেলে আঁখি কেবল আমি চেয়ে থাকি,
পরান আমার কেঁদে বেড়ায় দুরন্ত বাতাসে॥
-
রাগ: মিশ্র সাহানা
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): আষাঢ়, ১৩১৬
রচনাকাল (খৃষ্টাব্দ): 1909
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দিনেন্দ্রনাথ ঠাকুর,
ভীমরাও শাস্ত্রী, এ. এ. বাকে

শাঙন গগনে ঘোর ঘনঘটা নিশীথ যামিনী রে

শাঙনগগনে ঘোর ঘনঘটা, নিশীথযামিনী রে।
কুঞ্জপথে, সখি, কৈসে যাওব অবলা কামিনী রে।
উন্মদ পবনে যমুনা তর্জিত, ঘন ঘন গর্জিত মেহ।
দমকত বিদ্যুত, পথতরু লুন্ঠিত, থরহর কম্পিত দেহ
ঘন ঘন রিম্ ঝিম্ রিম্ ঝিম্ রিম্ ঝিম্ বরখত নীরদপুঞ্জ।
শাল-পিয়ালে তাল-তমালে নিবিড়তিমিরময় কুঞ্জ।
কহ রে সজনী, এ দুরুযোগে কুঞ্জে নিরদয় কান
দারুণ বাঁশী কাহ বজায়ত সকরুণ রাধা নাম।
মোতিম হারে বেশ বনা দে, সীঁথি লগা দে ভালে।
উরহি বিলুন্ঠিত লোল চিকুর মম বাঁধহ চম্পকমালে।
গহন রয়নমে ন যাও, বালা,
নওলকিশোরক পাশ।
গরজে ঘন ঘন, বহু ডর পাওব,
কহে ভানু তব দাস।
-
রাগ: পিলু-মল্লার
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১২৮৪
রচনাকাল (খৃষ্টাব্দ): 1878
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

হেরিয়া শ্যামল ঘন নীল গগনে সেই সজল কাজল আঁখি পড়িল মনে ॥

হেরিয়া শ্যামল ঘন নীল গগনে
সেই     সজল কাজল আঁখি পড়িল মনে॥
অধর করুণা-মাখা, মিনতিবেদনা-আঁকা
নীরবে চাহিয়া থাকা বিদায়খনে॥
ঝরঝর ঝরে জল, বিজুলি হানে,
পবন মাতিছে বনে পাগল গানে।
আমার পরানপুটে কোন্খানে ব্যথা ফুটে,
কার কথা জেগে উঠে হৃদয়কোণে॥
-
রাগ: গৌড়মল্লার
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩০৪
রচনাকাল (খৃষ্টাব্দ): 1897
রচনাস্থান: ইচ্ছামতী নদীবক্ষে
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

গহন ঘন ছাইল গগন ঘনাইয়া

গহন ঘন ছাইল গগন ঘনাইয়া।
স্তিমিত দশ দিশি, স্তম্ভিত কানন,
সব চরাচর আকুল-- কী হবে কে জানে
ঘোরা রজনী, দিকললনা ভয়বিভলা ॥
চমকে চমকে সহসা দিক উজলি
চকিতে চকিতে মাতি ছুটিল বিজলি
থরথর চরাচর পলকে ঝলকিয়া
ঘোর তিমিরে ছায় গগন মেদিনী
গুরুগুরু নীরদগরজনে স্তব্ধ আঁধার ঘুমাইছে,
সহসা উঠিল জেগে প্রচণ্ড সমীরণ-- কড়কড় বাজ॥
-
রাগ: মেঘমল্লার
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1289
রচনাকাল (খৃষ্টাব্দ): 1882

ঝরঝর বরিষে বারিধারা

ঝরঝর বরিষে বারিধারা।
হায় পথবাসী, হায় গতিহীন,   হায় গৃহহারা ॥
ফিরে বায়ু হাহাস্বরে, ডাকে কারে জনহীন অসীম প্রান্তরে--
রজনী আঁধারে॥
অধীরা যমুনা তরঙ্গ-আকুলা অকূলা রে,   তিমিরদুকূলা রে।
নিবিড় নীরদ গগনে গরগর গরজে সঘনে,
চঞ্চলচপলা চমকে--   নাহি শশীতারা ॥
-
রাগ: মেঘমল্লার
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ৪ আশ্বিন, ১৩০২
রচনাকাল (খৃষ্টাব্দ): ২০ সেপ্টেম্বর, ১৮৯৫
রচনাস্থান: শিলাইদহ
স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, সরলা দেবী,
দিনেন্দ্রনাথ ঠাকুর

ওই আসে ওই অতি ভৈরব হরষে

ওই আসে ওই   অতি ভৈরব হরষে
জলসিঞ্চিত ক্ষিতিসৌরভরভসে
ঘনগৌরবে নবযৌবনা বরষা
শ্যামগম্ভীর সরসা।
গুরু গর্জনে নীল অরণ্য শিহরে,
নিখিলচিত্তহরষা
ঘনগৌরবে আসিছে মত্ত বরষা ॥
কোথা তোরা অয়ি তরুণী পথিকললনা,
জনপদবধূ তড়িতচকিতনয়না,
মালতীমালিনী কোথা প্রিয়পরিচারিকা,
কোথা তোরা অভিসারিকা।
ঘনবনতলে এসো ঘননীলবসনা,
ললিত নৃত্যে বাজুক স্বর্ণরসনা,
আনো বীণা মনোহারিকা।
কোথা বিরহিণী, কোথা তোরা অভিসারিকা ॥
আনো মৃদঙ্গ মুরজ মুরলী মধুরা,
বাজাও শঙ্খ, হুলুরব করো বধুরা--
এসেছে বরষা, ওগো নব-অনুরাগিণী,
ওগো প্রিয়সুখভাগিনী।
কুঞ্জকুটিরে অয়ি ভাবাকুললোচনা,
ভূর্জপাতায় নবগীত করো রচনা
মেঘমল্লাররাগিণী।
এসেছে বরষা, ওগো নব-অনুরাগিণী॥
কেতকীকেশরে কেশপাশ করো সুরভি,
ক্ষীণ কটিতটে গাঁথি লয়ে পরো করবী॥
কদম্বরেণু বিছাইয়া দাও শয়নে,
অঞ্জন আঁকো নয়নে।
তালে তালে দুটি কঙ্কন কনকনিয়া
ভবনশিখীরে নাচাও গণিয়া গণিয়া
স্মিতবিকশিত বয়নে--
কদম্বরেণু বিছাইয়া ফুলশয়নে॥
এসেছে বরষা, এসেছে নবীনা বরষা,
গগন ভরিয়া এসেছে ভুবনভরসা ॥
দুলিছে পবনে সনসন বনবীথিকা,
গীতিময় তরুলতিকা।
শতেক যুগের কবিদলে মিলি আকাশে
ধ্বনিয়া তুলিছে মত্তমদির বাতাসে
শতেক যুগের গীতিকা।
শতশতগীতমুখরিত বনবীথিকা ॥
-
রাগ: মিশ্র মল্লার, পিলু, ইমনকল্যাণ, খাম্বাজ, হাম্বীর
তাল: ত্রিতাল-দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৭ বৈশাখ, ১৩০৪
রচনাকাল (খৃষ্টাব্দ): 1897
রচনাস্থান: জোড়াসাঁকো