এসো এসো হে তৃষ্ণার জল,   কলকল্ ছলছল্—
ভেদ করো কঠিনের ত্রূর বক্ষতল   কলকল্ ছলছল্॥
      এসো এসো উৎসস্রোতে গূঢ় অন্ধকার হতে
      এসো হে নির্মল   কলকল্ ছলছল্॥
রবিকর রহে তব প্রতীক্ষায়।
তুমি যে খেলার সাথি, সে তোমারে চায়।
      তাহারি সোনার তান   তোমাতে জাগায় গান,
      এসো হে উজ্জ্বল, কলকল্ ছলছল্॥
হাঁকিছে অশান্ত বায়,
‘আয়, আয়, আয়।’   সে তোমায় খুঁজে যায়।
      তাহার মৃদঙ্গরবে   করতালি দিতে হবে,
      এসো হে চঞ্চল, কলকল্ ছলছল্॥
মরুদৈত্য কোন্ মায়াবলে
তোমারে করেছে বন্দী পাষাণশৃঙ্খলে।
      ভেঙে ফেলে দিয়ে কারা   এসো বন্ধহীন ধারা,
     এসো হে প্রবল,   কলকল্ ছলছল্॥
Thursday, May 26, 2016
এসো এসো হে তৃষ্ণার জল কলকল্ ছলছল্ —
Subscribe to:
Post Comments (Atom)
 
 
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.