Wednesday, January 27, 2016

শেষের মধ্যে অশেষ আছে

শেষের মধ্যে অশেষ আছে,
এই কথাটি  মনে
আজকে আমার গানের শেষে
জাগছে ক্ষণে ক্ষণে।
সুর গিয়েছে থেমে তবু
থামতে যেন চায় না কভু,
নীরবতায় বাজছে বীণা
বিনা প্রয়োজনে।
তারে যখন আঘাত লাগে,
বাজে যখন সুরে--
সবার চেয়ে বড়ো যে গান
সে রয় বহুদূরে।
সকল আলাপ গেলে থেমে
শান্ত বীণায় আসে নেমে,
সন্ধ্যা যেমন দিনের শেষে
বাজে গভীর স্বনে।
-
কলিকাতা, ২৬ শ্রাবণ, ১৩১৭

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.