Friday, February 26, 2016

স্যাকরা - কার লাগি এই গয়না গড়াও যতন-ভরে।

স্যাকরা
- বিচিত্রিতা
-
কার লাগি এই গয়না গড়াও
যতন-ভরে।
স্যাকরা বলে, একা আমার
প্রিয়ার তরে।
শুধাই তারে, প্রিয়া তোমার
কোথায় আছে।
স্যাকরা বলে, মনের ভিতর
বুকের কাছে।
আমি বলি, কিনে তো লয়
মহারাজাই।
স্যাকরা বলে, প্রেয়সীরে
আগে সাজাই।
আমি শুধাই, সোনা তোমার
ছোঁয় কবে সে।
স্যাকরা বলে অলখ ছোঁওয়ায়
রূপ লভে সে।
শুধাই, একি একলা তারি
চরণতলে।
স্যাকরা বলে, তারে দিলেই
পায় সকলে।
-
১৩ জ্যৈষ্ঠ, ১৩৩৪

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.