Tuesday, February 9, 2016

রাশিয়ার চিঠি - এই যুগে বিশ্ব-ইতিহাসের রঙ্গভূমির পর্দা উঠে গেছে।

রাশিয়ার চিঠি
- রবীন্দ্রনাথ ঠাকুর
-
এই যুগে বিশ্ব-ইতিহাসের
রঙ্গভূমির পর্দা উঠে গেছে।
এতকাল যেন আড়ালে আড়ালে
রিহার্স্যাল চলছিল, টুকরো টুকরো
ভাবে, ভিন্ন ভিন্ন কামরায়।
প্রত্যেক দেশের চারি দিকে
বেড়া ছিল। বাহির থেকে
আনাগোনা করবার পথ একেবারে
ছিল না তা নয়, কিন্তু বিভাগের
মধ্যে মানবসংসারের যে
চেহারা দেখেছি আজ তা দেখি
নে। সেদিন দেখা যাচ্ছিল
একটি-একটি গাছ, আজ দেখছি
অরণ্য। মানবসমাজের মধ্যে যদি
ভারসামঞ্জস্যের অভাব ঘটে
থাকে সেটা আজ দেখা দিচ্ছে
পৃথিবীর এক দিক থেকে আর-এক
দিক পর্যন্ত। এমন বিরাট করে
দেখতে পাওয়া কম কথা নয়।
-
(কিছু অংশ)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.