Sunday, March 13, 2016

ভিক্ষায়াং নৈব নৈব চ - যে তোমারে দূরে রাখি নিত্য ঘৃণা করে,

ভিক্ষায়াং নৈব নৈব চ
- কল্পনা
- রবীন্দ্রনাথ ঠাকুর
-
যে তোমারে দূরে রাখি নিত্য ঘৃণা করে,
হে মোর স্বদেশ,
মোরা তারি কাছে ফিরি সম্মানের তরে
পরি তারি বেশ।
বিদেশী জানে না তোরে অনাদরে তাই
করে অপমান,
মোরা তারি পিছে থাকি যোগ দিতে চাই
আপন সন্তান।
তোমার যা দৈন্য, মাতঃ, তাই ভূষা মোর
কেন তাহা ভুলি?
পরধনে ধিক্ গর্ব, করি করজোড়
ভরি ভিক্ষাঝুলি!
পুণ্যহস্তে শাক-অন্ন তুলে দাও পাতে
তাই যেন রুচে,
মোটা বস্ত্র বুনে দাও যদি নিজহাতে
তাহে লজ্জা ঘুচে।
সেই সিংহাসন--যদি অঞ্চলটি পাত,
কর স্নেহ দান।
যে তোমারে তুচ্ছ করে সে আমারে, মাতঃ,
কী দিবে সম্মান!
-
১৩০৪

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.