Friday, March 4, 2016

মাধবী - বসন্তের জয়রবে দিগন্ত কাঁপিল যবে মাধবী করিল তার সজ্জা।

মাধবী
- মহুয়া
- রবীন্দ্রনাথ ঠাকুর
-
বসন্তের জয়রবে
দিগন্ত কাঁপিল যবে
মাধবী করিল তার সজ্জা।
মুকুলের বন্ধ টুটে
বাহিরে আসিল ছুটে,
ছুটিল সকল তার লজ্জা।
অজানা পার্শ্বে লাগি
নিশি নিশি ছিল জাগি,
দিনে দিনে ভরেছিল অর্ঘ্য।
কাননের একভিতে
নিভৃত পরানটিতে
রেখেছিল মাধুরীর স্বর্গ।
ফাল্গুন পবনরথে
যখন বনের পথে
জাগাল মর্মর-কলছন্দ,
মাধবী সহসা তার
সঁপি দিল উপহার,
রূপ তার, মধু তার, গন্ধ।
-
শান্তিনিকেতন,দোলপূর্ণিমা, ১৩৩৪

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.