Monday, May 30, 2016

শ্রাবণ বরিষন পার হয়ে কী বাণী আসে ওই রয়ে রয়ে ।

শ্রাবণবরিষন পার হয়ে কী বাণী
আসে ওই রয়ে রয়ে।
গোপন কেতকীর পরিমলে,
সিক্ত বকুলের বনতলে,
দূরের আঁখিজল বয়ে বয়ে কী বাণী
আসে ওই রয়ে রয়ে॥
কবির হিয়াতলে ঘুরে ঘুরে আঁচল
ভরে লয় সুরে সুরে।
বিজনে বিরহীর কানে কানে
সজল মল্লার-গানে-গানে
          কাহার নামখানি কয়ে কয়ে
কী বাণী আসে ওই রয়ে রয়ে॥
-
রাগ: বেহাগ
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): শ্রাবণ, ১৩৩১
রচনাকাল (খৃষ্টাব্দ): 1924
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.