Monday, May 30, 2016

কোন পুরাতন প্রাণের টানে ছুটেছে মন মাটির পানে ॥

কোন্ পুরাতন প্রাণের টানে
ছুটেছে মন মাটির পানে॥
চোখ ডুবে যায় নবীন ঘাসে,   ভাবনা ভাসে পুব-
বাতাসে--
মল্লারগান প্লাবন জাগায় মনের মধ্যে শ্রাবণ-
গানে॥
          লাগল যে দোল বনের মাঝে
অঙ্গে সে মোর দেয় দোলা যে।
যে বাণী ওই ধানের ক্ষেতে আকুল হল অঙ্কুরেতে
আজ এই মেঘের শ্যামল মায়ায়
সেই বাণী মোর সুরে আনে॥
-
রাগ: ইমনকল্যাণ
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৩ শ্রাবণ, ১৩৩৬
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৯ জুলাই, ১৯২৯
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.