Thursday, August 24, 2017

নিত্য সত্য চিন্তন করো রে বিমলহৃদয়ে

নিত্য সত্য চিন্তন করো রে বিমলহৃদয়ে,
নির্মল অচল সুমতি রাখো ধরি সতত।।
সংশয়নৃশংস সংসারে প্রশান্ত রহো,
তাঁর শুভ ইচ্ছা স্মরি বিনয়ে রহো বিনত।।
বাসনা করো জয়, দূর করো ক্ষুদ্র ভয়।
প্রাণধন করিয়া পণ চলো কঠিন শ্রেয়পথে,
ভোলো প্রসন্নমুখে স্বার্থসুখ,আত্মদুখ—
প্রেম-আনন্দরসে নিয়ত রহো নিরত।।
-
রাগ: আড়ানা
তাল: ঝাঁপতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1304
রচনাকাল (খৃষ্টাব্দ): 1897

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.