Tuesday, August 22, 2017

উৎসর্গ - ক্ষণিকারে দেখেছিলে ক্ষণিক বেশে কাঁচা খাতায়

উৎসর্গ
- ক্ষণিকা
- রবীন্দ্রনাথ ঠাকুর
-
শ্রীযুক্ত লোকেন্দ্রনাথ পালিত
সুহৃত্তমের প্রতি ---
-
ক্ষণিকারে দেখেছিলে
ক্ষণিক বেশে কাঁচা খাতায়,
সাজিয়ে তারে এনে দিলেম
ছাপা বইয়ের বাঁধা পাতায়।
আশা করি নিদেন-পক্ষে
ছ'টা মাস কি এক বছরই
হবে তোমার বিজন-বাসে
সিগারেটের সহচরী।
কতকটা তার ধোঁয়ার সঙ্গে
স্বপ্নলোকে উড়ে যাবে--
কতকটা কি অগ্নিকণায়
ক্ষণে ক্ষণে দীপ্তি পাবে?
কতকটা বা ছাইয়ের সঙ্গে
আপনি খসে পড়বে ধুলোয়,
তার পরে সে ঝেঁটিয়ে নিয়ে
বিদায় কোরো ভাঙা কুলোয়।
-
শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.