Friday, August 25, 2017

বিশ্বরাজালয়ে বিশ্ববীণা বাজিছে

বিশ্বরাজালয়ে বিশ্ববীণা বাজিছে।
স্থলে জলে নভতলে বনে উপবনে
নদীনদে গিরি-গুহা-পারাবারে
নিত্য জাগে সরস সঙ্গীতমধুরিমা, নিত্য
নৃত্যরসভঙ্গিমা ॥
নববসন্তে নব আনন্দ-- উৎসব নব--
অতি মঞ্জুল, অতি মঞ্জুল, শুনি মঞ্জুল গুঞ্জন কুঞ্জে;
শুনি রে শুনি মর্মর পল্লবপুঞ্জে;
পিককূজনপুষ্পবনে বিজনে।
তব স্নিগ্ধসুশোভন লোচনলোভন
শ্যামসভাতলমাঝে
কলগীত সুললিত বাজে।
তোমার নিশ্বাসসুখপরশে উচ্ছ্বাসহরষে
পল্লবিত, মঞ্জরিত, গুঞ্জরিত, উল্লসিত সুন্দর ধরা।
দিকে দিকে তব বাণী-- নব নব তব গাথা--
অবিরল রসধারা ॥
-
রাগ: শঙ্করাভরণ (দক্ষিণী)
তাল: ঝাঁপতাল-কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1302
রচনাকাল (খৃষ্টাব্দ): 1895
স্বরলিপিকার: সরলা দেবী,
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর,
ইন্দিরা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.