Friday, August 25, 2017

ফিরে চল্, ফিরে চল্, ফিরে চল্ মাটির টানে --

ফিরে চল্, ফিরে চল্, ফিরে চল্ মাটির টানে--
যে মাটি আঁচল পেতে চেয়ে আছে মুখের পানে॥
যার বুক ফেটে এই প্রাণ উঠেছে,
হাসিতে যার ফুল ফুটেছে রে,
ডাক দিল যে গানে গানে॥
দিক হতে ওই দিগন্তরে কোল রয়েছে
পাতা,
জন্মমরণ তারি হাতের অলখ সুতোয় গাঁথা।
ওর হৃদয়-গলা জলের ধারা সাগর-পানে
আত্মহারা রে
প্রাণের বাণী বয়ে আনে॥
-
রাগ: বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৩ ফাল্গুন, ১৩২৮
রচনাকাল (খৃষ্টাব্দ): ৭ মার্চ, ১৯২২
রচনাস্থান: শান্তিনিকেতন

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.