Friday, August 25, 2017

তোমার আনন্দ ওই গো তোমার আনন্দ ওই এল দ্বারে

তোমার আনন্দ ওই গো
তোমার আনন্দ ওই এল দ্বারে,
এল এল এল গো, ওগো
পুরবাসী।
বুকের আঁচলখানি সুখের আঁচলখানি--
দুখের আঁচলখানি ধুলায় পেতে আঙিনাতে মেলো
গো ॥
সেচন কোরো-- তার পথে পথে সেচন কোরো--
পা ফেলবে যেথায় সেচন কোরো গন্ধবারি,
মলিন না হয় চরণ তারি--
তোমার সুন্দর ওই গো--
তোমার সুন্দর ওই এল দ্বারে,
এল এল এল গো।
হৃদয়খানি--আকুল হৃদয়খানি সম্মুখে তার ছড়িয়ে
ফেলো--
রেখো না,  রেখো না গো ধরে,
ছড়িয়ে ফেলো ফেলো গো ॥
তোমার সকল ধন যে ধন্য হল হল গো।
বিশ্বজনের কল্যাণে আজ ঘরের দুয়ার--
ঘরের দুয়ার খোলো গো।
রাঙা হল-- রঙে রঙে রাঙা হল--
কার হাসির রঙে হেরো রাঙা হল সকল গগন,  
চিত্ত হল পুলক-মগন--
তোমার নিত্য আলো এল দ্বারে,
এল এল এল গো।
পরান প্রদীপ-- তোমার পরান-প্রদীপ তুলে ধোরো
ওই আলোতে-
রেখো না, রেখো না গো দূরে--
ওই আলোতে জ্বেলো গো॥
-
রাগ: পিলু
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ৩ বৈশাখ, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৬ এপ্রিল, ১৯১৪
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.