Tuesday, March 15, 2016

সকরুণা - সখী প্রতিদিন হায় এসে ফিরে যায় কে

সকরুণা
- কল্পনা
- রবীন্দ্রনাথ ঠাকুর
-
সখী প্রতিদিন হায় এসে ফিরে যায় কে!
তারে আমার মাথার একটি কুসুম দে।
যদি শুধায় কে দিল, কোন্ ফুলকাননে,
তোর শপথ, আমার নামটি বলিস নে।
সখী প্রতিদিন হায় এসে ফিরে যায় কে!
সখী, তরুর তলায় বসে সে ধুলায় যে!
সেথা বকুলমালায় আসন বিছায়ে দে।
সে যে করুণা জাগায় সকরুণ নয়নে--
কেন কী বলিতে চায়, না বলিয়া যায় সে।
সখী প্রতিদিন হায় এসে ফিরে যায় কে!
-
নাগর নদী । মেঘবৃষ্টি । অমাবস্যা,
১০ আশ্বিন, ১৩০৪

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.