Tuesday, March 15, 2016

লজ্জিতা - যামিনী না যেতে জাগালে না কেন,

লজ্জিতা
- কল্পনা
- রবীন্দ্রনাথ ঠাকুর
-
যামিনী না যেতে জাগালে না কেন,
বেলা হল মরি লাজে।
শরমে জড়িত চরণে কেমনে
চলিব পথের মাঝে!
আলোকপরশে মরমে মরিয়া
হেরো গো শেফালি পড়িছে ঝরিয়া,
কোনোমতে আছে পরান ধরিয়া
কামিনী শিথিল সাজে।
যামিনী না যেতে জাগালে না কেন,
বেলা হল মরি লাজে।
নিবিয়া বাঁচিল নিশার প্রদীপ
উষার বাতাস লাগি।
রজনীর শশী গগনের কোণে
লুকায় শরণ মাগি।
পাখি ডাকি বলে "গেল বিভাবরী,
বধূ চলে জলে লইয়া গাগরি,
আমি এ আকুল কবরী আবরি
কেমনে যাইব কাজে!
যামিনী না যেতে জাগালে না কেন,
বেলা হল মরি লাজে।
-
যমুনা, ৭ আশ্বিন, ১৩০৪

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.